Tahmina Israt Khanam MPH (MCH) Principal (Acting) Victoria Nursing College, Cumilla.
আসসালামুয়ালাইকুম

ভিক্টোরিয়া নার্সিং কলেজ, কুমিল্লা প্রতিষ্ঠানটি ফ্লোরেন্স নাইটিংগেল নিতীমালা/ প্রতিচ্ছবি থেকে আমরা শিক্ষা দিয়ে থাকি, সেবাই ধর্ম, সেবাই কর্ম। নার্সিং একটি মানবসেবা মূলক পেশা ।এই পেশার মাধ্যমে আমরা আল্লাহর সৃষ্টি সর্বউত্তম, মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। পাশাপাশি মহত কাজের মাধ্যমে নিজের কর্ম উজ্জল ভবিষ্যত গড়ে তুলা সম্ভব। দেশে প্রতিটি জেলা-উপজেলায় অসংখ্য স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হয়েছে। এখানে মানসম্মত সেবাদানের অনেক দক্ষ নার্সের প্রয়োজন। ভিক্টোরিয়া নার্সিং কলেজ কুমিল্লা আপনাকে একজন দক্ষ নার্স গড়ে তুলতে সার্বিক সহযোগিতা প্রদান করতে পারেন। এই প্রতিষ্ঠানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা এবং অত্যাধুনিক যন্ত্রপাতি প্রযুক্তির ব্যবহার এর মাধ্যমে আপনাকে দিবে পরিপূর্ণ সাফল্য ভবিষ্যত প্রথচলার দিকনির্দেশনা

ভিক্টোরিয়া নার্সিং কলেজ, কুমিল্লা আমাদের পরিচালিত কোর্স সমূহঃ-

১। ৩ বছর মেয়াদি ডিপ্লমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিড ওয়াইফারি ।
২। ৩ বছর মেয়াদি ডিপ্লমা ইন মিড ওয়াইফারি ।
৩। ৪ বছর মেয়াদি বি এস সি ইন নার্সিং (বেসিক)
৪। ২ বছর মেয়াদি বি এস সি ইন পোস্ট বেসিক নার্সিং, (With পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং) ।

ভিক্টোরিয়া নার্সিং কলেজ কুমিল্লা , শিক্ষার্থীদের কোর্স শেষে, একজন নার্স কে দেশ ও বিদেশে সম্পূর্ণ আইনিভাবে সেবা কর্ম দান অধিকারপ্রাপ্ত সনদ প্রদান করা হয়ে থাকে।

ধন্যবাদান্তে

তাহমিনা ইসরাত খানম
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
ভিক্টোরিয়া নার্সিং কলেজ, কুমিল্লা।
Shopping Basket